Pages

Thursday 9 December 2010

টাকা তোলার উপায় ( এলার্ট পে / মানিবুকার )

১. এলার্ট পে তে একাউন্ট করতে এখানে ক্লিক করুন
২. মানিবুকার্স এ একাউন্ট করতে এখানে ক্লিক করুন

নিচে কয়েকটি পধতি বর্ননা করা হল ..
এলার্ট পেঃ

১। চেকঃ এই পদ্ধতিতে একটি চেক পাঠানো হবে আপনার ঠিকানায়। এই চেকের জন্য আপনাকে ৪ ডলার ফি দিতে হবে । একাউন্টে ২০ ডলার হলে চেকের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার ২ দিনের মধ্যে চেক আপনার ঠিকানায় পাঠানো হবে । এটি হাতে পেতে ২ থেকে ৩ সপ্তাহ পর্যন্ত সময় লাগবে।

২। ক্রেডিট কার্ডঃ যাদের ক্রেডিট ( মাস্টার কার্ড বা ভিসা কার্ড ) কার্ড আছে তারা খুব সহজে টাকা তুলতে পারবেন । এলার্ট পে এর একাউন্টে প্রবেশ করার পর ।উপরে ডানদিকে কার্ড যোগ করার জায়গা আছে সেখানে আপনার কার্ডের তথ্য প্রদান করুন । কার্ডটি যোগ করা হয়ে গেলে যাচাই করার জন্য এলার্ট পে আপনার কার্ড থেকে কিছু ডলার নিয়ে আসবে । পরে আপনি আপনার সাইট থেকে কত লেনদেন হয়েছে তার তথ্য সঠিক ভাবে দিতে পারলে কার্ডটি যাচাই হবে । কার্ডে ডলার পাঠালে তা টাকা হিসেবে তুলতে পারবেন এবং এর জন্য আপনাকে চার্জ দিতে হবে ৫ ডলার । টাকা পাঠানোর ৩-৪ দিনের মধ্যে কার্ডে টাকা এসে জমা হবে ।

আরও কিছু পধতি আছে যা অনেক ঝামেলা বহুল + ব্যায় বহুল....তাই আলোচনা করলাম না ।
এলার্ট পে সম্পর্কে আরো বিস্তারিত জান্তে জাকারিয়া ভাইয়ের এই পোষ্টটি পড়ুন

মানিবুকার্স সম্পর্কে পরে আলোচনা করব ...
ততখন পর্যন্ত ভালো থাকুন ....

Tuesday 7 December 2010

পেমেন্ট প্রুফ....PTC

আজ নিওবাস্ক থেকে আমার পেমেন্ট এলার্ট পে তে নিলাম ।



আপনিও পেতে পারেন এই ইনকাম ।তার জন্য দেখুন এখানে ....
১. For PTC
2. For micro work

Sunday 5 December 2010

আমার জীবনের প্রথম অনলাইন ইনকাম ( ২২৫০ টাকা মাত্র ) ২য় পর্ব

আমি আগের পর্বে মাইক্রোওয়ার্কারস নিয়ে আলোচনা করেছিলাম । আগের পর্ব দেখতে এখানে ক্লিক করুন
এই পর্বে আমি PTC সাইট নিয়ে আলোচনা করব । PTC সাইটে রেজিঃ করতে নিচের লিঙ্ক গুলোতে যান
১. অনবাস্ক
২. নিওবাস্ক

PTC এর পূর্ন রুপ হচ্ছে paid to click । ইন্টারনেট এ কাজেন ভিতরে সবচেয়ে সহজ কাজ হল এটা ।এখানে তেমন কোনো পরিশ্রমই হয়না । আপনি নেট এ বসেছেন ? ফেসবুক এ চ্যট করতেছেন ? ইয়াহুতে চ্যাট করতেছেন ? করুন এই ফাকে আপনি এই কাজটা করতেপারেন ।বিস্বাস করবেন কিনা জানি না আমি এই ভাবেই সব কাজ করি ।

আপনি যদি
PTC সাইটে কাজ করতে চান তাহলে উপরের লিঙ্ক থেকে রেজিঃ করে কাজ শুরু করে দিন ।
প্রতিটি সাইটে আপনি 4 টি করে এড পাবেন প্রতিদিন । প্রতিটি এডে ক্লিক করলে আপনি পাবেন ০.০১ ডলার । ইনকামটা কমহয়ে গেলো না ? চিন্তা করবেন না উপায় আছে । অপেক্ষা করুন বলব । আর ইনকাম যাই হোক একটা কথা আছে না যে, "নাই মামার চেয়ে কানা মামা ভালো " ।
তাই আর দেরি না করে কাজ শুরু করে দিন ।
এইবার আসুন কিভাবে আয় বাড়ানো যায় তা দেখি । আয় বাড়ানোর জন্য আপনার মেম্বার শিপ আপগ্রেড করতে হবে এবং রেফারেল কিন্তে হবে ।
আমি বলব আগেই রেফারেল কেনার দরকার নাই । আগে আপনি আপনার রেফারেল লিঙ্কটা আপনার বন্ধু দেরকে দিন তারা account করুক তার পর আস্তে আস্তে আপনি রেফারেল কিনুন ।আর আপনার বন্ধুরা account করে তাদের রেফারেল লিঙ্কটা একই ভাবে প্রচার করুন । এতে আপনার রেন্টেড রেফারেল বাড়বে । এই ফাকে আপনি আরও ভালো করে PTC সম্পর্কে জানুন বুঝুন । এইভাবে দেখবেন আপনি এক সময় ভালো ইনকাম পাচ্ছেন ।
আর একটি কথা এক ip দিয়ে কখনও ২টা id খুলবেননা । যদি খুলেন তাহলে আপনার account বাতিল করে দিবে ।
আপনি মাইক্রোওয়ার্কারস এ কাজ করুন ভালো ইনকাম পাবেন । মাইক্রোওয়ার্কারস এ কাজ করার ফাকে ফাকে এই PTC সাইট গুলো করবেন তা হলে দেখবেন আপনার সব দিক থেকেই লাভ ।

ডলার কিভাবে তুলবেনঃ আপনার মাইক্রোওয়ার্কারস এবং PTC থেকে প্রাপ্ত ডলার আপনি এলার্ট পে , মানি বুকার্স , পেপাল ( বাংলাদেশে সাপোর্ট করে না ) ইত্যাদি দিয়ে তুলতে পারবেন । ডলার উঠানোর জন্য নিচের লিঙ্ক গুলো account করুন
১. এলার্ট পে
২. মানিবুকার্স

আশা করি আমার পোষ্টি নতুনদের কাজে লাগবে । আর কারো কিছু জানার থাকলে আমাকে প্রশ্ন করুন আমি উত্তর দিতে চেষ্টা করব । আর কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যা হলে আমাকে বলবেন আমি সাহায্য করব ।
আমাকে মেইল করুনঃ ikrama.213@gmail.com








বিঃদ্রঃ techtunes এর একটি মন্ত্যবের উত্তর
মির্জা says:
সুন্দর কাজের টিউন টির জন্য ধন্যবাদ । কিন্তু আমি একেবারেই নতুন হওয়ায় ভাল বুঝতে পারছিনা । ID খোলা হয়েছে কিন্তু কোথায় আর কোন এডে ক্লিক করব, কখন অ্যাড দেয় ইত্যাদি যদি আরও বিস্তারিত লিখতেন আমার মতো নবীনরা সত্যি উপকৃত হত ।

উত্তরঃ আপনি আপনার id তে login করার পর দেখবেন View Advertisements নামে একটা option আছে ।সেখানে ৪ টি এড আছে সেই চারটি এডে ক্লিক করতে হবে ।প্রথম এডে ক্লিক করলে দেখবেন নতুন ট্যাব open হয়ছে এবং সেখানে আপনার ক্লিককিত এডটি লোড হচ্ছে । কিছু খন অপেক্ষা করুন দেখবেন দেখবেন আপনাকে আপনার ডলার দেখাচ্ছে ।তখন বুঝবেন আপনার কাজ শেষ । পরে নতুন ট্যাবটি কেটে দিন । পরে আবার ২য় এডে ক্লিক করুন । এভাবে করতে থাকুন ।

এই প্রশ্নটা অনেকে করেছে তাই উত্তরটা এখানে দিলাম ।



মাইক্রোওয়ার্কারস এর
প্রত্যেকটা কাজের উপর আরো বিস্তারিত লেখার চেষ্টা করব ।
ধন্যবাদ সবাইকে

Saturday 4 December 2010

আমার জীবনের প্রথম অনলাইন ইনকাম ( ২২৫০ টাকা মাত্র )

আমি লিখতে পারিনা ।তা কি লিখব বুঝতে পাচ্ছি না ।তার পরও শুরু করি ।ভূল হলে ক্ষমা করবেন ।
আজ প্রথম টাকা পেলাম অনলাইন আউটসোর্সিং থেকে টাকার অঙ্কটা খুবি কম ।তার পরও আমি খুশি ।কারন সবাই বলেছে আমি টাকা পাব না । এখন সবার কথা মিথ্যা প্রমান করে আমি টাকা পেয়েছি তার পরিমান যাইহোক না কেন ।
এখন আমি কিভাবে কোথা থেকে টাকা পেলাম তার একাটা বিস্তারিত বর্ননা দিতে চেষ্টা করব । আশাকরি সবাই ধৈর্যধরে পড়বেন ।
আর একটি কথা আমার এই ইনকামের পিছনে যার অবদান সবচেয়ে বেশি সে হল বাবুল ভাই ।তার লেখা দেখেই আমি অনলাইনে কাজ করতে আগ্রহি এবং সফল হই ।

মাইক্রোওয়ার্কারসঃ আপনারা যারা অনলাইনে কাজ করতে আগ্রহি তারা অবশ্যই মাইক্রোওয়ার্কারস দিয়ে কাজ শুরু করবেন । কারন এই সাইটা এমন একটা সাইট যেখানে প্রচুর পরিমানে ছোটো ছোটো কাজ পাওয়া যায় ।যার জন্য কোনো বিড করার প্রয়জন হয়না । অন্য যে সাইট গুলো আছে যেমন অডেস্ক , ফ্রিল্যেন্সার , রেন্ট এ কোডার ইত্যাদি সাইট গুলোতে কাজ পাবার জন্য অনেক পরিশ্রম করতে হয় । অনেক বিড করার পরও কাজ মিলে না । তার উপর আমার আছে পরিক্ষা । আমরা যারা পরিক্ষা ভয় পাই তাদের জন্য একমাত্র ভরসা এই মাইক্রোওয়ার্কারস । যারা এখানে কাজ করতে চান তারা রেজিঃ করুন
এখান থেকে
রেজিঃ করা হয়ে গেলে আপনি কাজ করা শুরু করতে পারবেন । এখানে অনেক ধরনের কাজ পাবেন আপনি । যেমনঃ
১. সাইন আপ
২. ক্লিক এবং সার্স
৩. বুকমার্ক
৪. ইউটিউব
৫. ফেসবুক
৬. টুইটার
৭. ভোট এবং রেটিং
৮. ইয়াহো
৯. ফোরাম
১০. ডাউনলোড এবং ইন্সটল
১১. ব্লগে কমেন্ট
১২. আর্টিকেল লেখা ইত্যাদি ইত্যাদি
আরও অনেক কাজ । যার জন্য আপনাকে প্রদান করা হবে 0.8 - 4 $ । অর্থাৎ এক এক কাজের জন্য এক এক রকম পে করা হবে ।

কাজ করার যোগ্যতা ঃ আপনার যদি ইন্টারনেট সম্পর্কে সামান্য ধারোনা থাকে তাহলেই আপনি কাজ করতে পারবেন ।

যে ভাবে কাজ শুরু করবেন ঃ আমি এখানে সংক্ষিপ্ত ভাবে উপরের কাজ গুলো সম্পর্কে বর্ননা করে যাব ।

১. সাইন আপঃ এখানে ১ টা লিঙ্ক দিয়ে বলবে যে অই সাইটে ১টা একাউন্ট করুন । তার পর প্রমান হিসেবে আপনার কাছে ইমেইল আইডি , কনফার্ম্মেশন ইমেইল ইত্যাদি চাইতে পারে এগুলো আপনি



এই ছবির ২য় অংশে ক্লিক করলে একটা বস্ক অপেন হবে অই খানে সাবমিট করবেন ( সব কাজের ক্ষেত্রে একই রকম ) । সাবমিট করতে পারলেই এই কাজটা শেষ ।
২. ক্লিক এবং সার্সঃ এখানে কোনো শব্দ দিবে যা দিয়ে google এ সার্স করে কোনো নির্দিষ্ট সাইটে যেতে হবে কাজে বর্ননা অনুযায়ি ।
৩. বুকমার্কঃ এটা হলো কোনো সাইটে বুকমার্ক করতে বলা হবে ক্লায়েন্ট এর দেয়া লিংকটি কে ।
৪. ইউটিউবঃএখানে কোনো ভিডিও দেখে comment করতে হবে আর ভোট দিয়ে হবে ।
৫. ফেসবুকঃ এখানে ক্লায়েন্ট এর দেয়া লিংকটিকে like করতে হবে ।
৬. টুইটারঃ এখানে ক্লায়েন্ট এর দেয়া কোনো লিংকে ফলো করতে হবে ।
৭. ভোট এবং রেটিং ঃ এখানে কোনো কিছুর উপর ভোট বা রেটিং দিতে হবে ।
৮. ইয়াহুঃ এখানে ইয়াহোর উত্তর দিয়ে দিতে হয়ে কোনো লিংককে এড করে ।
৯. ফোরামঃ এটাও কোনো লিংককে এড করে কনো ফোরামে পোষ্ট করতে হয় ।
১০. ডাউনলোড এবং ইন্সটলঃ এখানে ক্লায়েন্ট এর দেয়া কোনো লিংক থেকে ডাউনলোড করে ইন্সটল করতে হয় অথবা কোনো কোড থাক্লে তা দিতে হয় ।
১১. ব্লগে কমেন্টঃ এইটা ফোরামের মত
১২. আর্টিকেলঃ এটা কোনো একটা বিষয়ের উপর নির্দিষ্ট word এর আর্টিকেল লিখতে হয় ।

এই হচ্ছে কাজ । এই কাজ করার ৭ দিয়ের মধ্যে আপনার পেমেন্ট পেয়ে যাবেন ।
এতখন তো কাজ করলাম এখন আসুন টাকা কিভাবে তুলবো ।
টাকা তুলার জন্য আমরা এলার্টপে , মানিবুকার , পেপাল ইত্যাদি ব্যবহার করতে পারি ।
PTC : এখন আসুন PTC সাইট গুলোনিয়ে আলোচনা করি ।
আমি PTC এর ২টা সাইট এ কাজ করি
১. অনবাস্ক
২. নিওবাস্ক
এগুলো সম্পর্কে বিস্তারিত পরের পর্বে আলোচনা করব ।

এই পর্যন্ত সবাই ভালো থাকুন ।
ধন্যবাদ